লখনউ ; উত্তরপ্রদেশে বিষমদের রমরমা রুখতে এবার কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিষমদ কারবারিদের গ্রেফতার করতে আবগারি দপ্তর ও পুলিশ অফিসারদের ১৫ দিনের একটি যৌথ উদ্যোগে একটি বিশেষ অভিযানের নির্দেশ দেন তিনি।

বিষমদ খেয়ে মৃত ব্যক্তিদের পরিবারগুলির জন্য এককালীন ২ লক্ষ টাকা ও চিকিৎসারত ব্যক্তিদের পরিবারগুলির জন্য ৫০,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

কুশিনগর ও সাহারানপুরেরই মুলত মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে। এই দুই জায়গার আবগারি দপ্তরের অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন আদিত্যনাথ। বিষমদ খেয়ে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার যাতে কোনোরকম সমস্যা না হয় সেদিকে নজর রাখবার কথা বলেন মুখ্যমন্ত্রী।রাজ্যের ডিজিপিকে আক্রান্ত জেলাগুলিতে কাজ করার জন্য পুলিশ অফিসারদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়ার নির্দেশ দেন তিনি।

কুশিনগরে এখনও অবধি মৃতের সংখ্যা ৬। একজন আবগারি অফিসার সহ দুজন হেড কনস্টেবেল ও দুজন কনস্টেবেলকে সাসপেন্ড করা হয়। এছাড়াও এসএইচও তারিয়া সুরজ পুলিশ স্টেশনের ৪ জন পুলিশকে পাঠানো হয় পুলিশ লাইনে। কুশিনগর ছাড়াও সাহারানপুরে বিষমদে মৃত্যুর ঘটনা ঘটেছে।