সন্ত কবীরের কথা দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একাধিক পদক্ষেপ করছে সরকার। তাঁর সমাধিস্থলে শিগগিরই তৈরি হচ্ছে এক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান। তৈরি হতে চলেছে একটি অ্যাকাডেমিও, যাতে দেশ বিদেশের পর্যটকরা জানতে পারেন কবীরের কীর্তি সম্পর্কে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অ্যাকাডেমির শিলান্যাস করবেন বলে খবর। মাজারে গিয়ে মাথায় ফেজ পরতে অস্বীকার করলেন যোগী আদিত্যনাথ, বিতর্ক
ABP Ananda, Web Desk | 28 Jun 2018 08:19 AM (IST)
সন্তকবীরনগর: আজ উত্তর প্রদেশের সন্তকবীরনগরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে ওই জেলায় গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নয়া বিতর্কের জন্ম দিয়েছেন। সন্ত কবীরের মাজারের দায়িত্বে থাকা ব্যক্তি তাঁকে মাথায় ফেজ টুপি পরতে অনুরোধ জানালে তা প্রত্যাখ্যান করেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনিও একবার এ ধরনের টুপি পরতে অস্বীকার করেন। ভিডিওয় দেখা যাচ্ছে, যোগীর হাতে ওই টুপে তুলে দিতে গেলে তিনি তা ফিরিয়ে দিচ্ছেন হাসিমুখে।