লখনউ: সম্প্রতি, সুপ্রিম কোর্ট সুপারিশ করেছে, আলোচনার মাধ্যমেই অযোধ্যা সমস্যার সমাধানের চেষ্টা করা উচিত। এর কয়েকদিনের মধ্যেই যোগী আদিত্যনাথের সম্ভাব্য অযোধ্যা সফর ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা।
সূত্রের খবর, সব ঠিকঠাক চললে আগামী ২৭ তারিখই অযোধ্যা সফরে যেতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সেখানে তিনি চারটি জায়গা পরিদর্শন করবেন।
উত্তরপ্রদেশের এক শীর্ষ প্রশাসনিক কর্তা জানিয়েছেন, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সফরসূচি পৌঁছে গিয়েছে ফৈজাবাদ জেলা প্রশাসনের দফতরে।
মুখ্যমন্ত্রী কোথায় কোথায় যেতে পারেন, সেই সম্ভাব্য তালিকা মাথায় রেখে জেলা প্রশাসন বিভিন্ন টিম সেখানে গিয়ে প্রাথমিক কাজ শুরু করে দিয়েছেন।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী চারটি জায়গা পরিদর্শন করবেন। কথা বলবেন বিভিন্ন মঠের জনা বিশেক পুরোহিত ও প্রব্রাজকের সঙ্গেও। সম্ভাব্য তালিকার মধ্যে রয়েছে—রাম জন্মভূমি স্থল, হনুমান গড়, কনক ভবন।
এছাড়া, হরিধাম পীঠের জগদগুরু রামদীনেশ আচার্যের সঙ্গেও দেখা করবেন। শোনা যায়, রামদীনেশের সঙ্গে যোগী আদিত্যনাথের সুসম্পর্ক রয়েছে। আবার, প্রাক্তন বিজেপি সাংসদ রামবিলাস বেদান্তি ও নৃত্যগোপাল দাসের সঙ্গেও আদিত্যনাথ বৈঠক করবেন বলে খবর।
পাশাপাশি, রাম জন্মভূমি ন্যাস-এর রামচরণ দাস পরমহংসের উত্তরসূরি সুরেশ দাসের সঙ্গেও দেখা করার কথা আদিত্যনাথের। মূলত, এই বৈঠক নিয়েই বিশেষ কৌতূহল তৈরি হয়েছে।
কারণ, এই ট্রাস্টই অযোধ্যায় রাম-মন্দির নির্মাণের বিষয়টি তদারকি করছে। আদিত্যনাথের অযোধ্যা সফর নিয়ে অবশ্য সরকারিস্তরে মুখে কুলুপ এঁটেছে উত্তরপ্রদেশ প্রশাসন।