লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরে এবার গেরুয়া রং। রাজ্য সচিবালয়ের সংযুক্ত ভবনটি লাল বাহাদুর শাস্ত্রী ভবন নামে পরিচিত। এই ভবনটিই রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতর। এখানেই বসেন রাজ্যের পদস্থ আমলারা। এখানেই রয়েছে রাজ্যের মুখ্য সচিবের অফিসও। এই ভবনের চিরাচরিত রং ছিল নীল-সাদা। এবার তা হচ্ছে গেরুয়া রঙের।
ইস্টেট বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, ভবন চত্বরের বাইরের দেওয়াল রং হবে গেরুয়া। সম্প্রতি ভবনটির মেরামত ও দেওয়ালের রঙ গেরুয়া করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তাঁর শিষ্যরা মহারাজ বলেই ডাকেন। গেরুয়া পোশাকই তিনি পরেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পর তাঁর চেয়ার ঢাকার তোয়ালে থেকে শুরু করে দরজা-জানালার পর্দাও গেরুয়া রঙের সঙ্গে মানানসই করা হয়েছে।
ষষ্ঠতলায় মুখ্যমন্ত্রীর অফিসের তোয়ালের রঙ গেরুয়া। জানালা-দরজার পর্দার রং গেরুয়ার সঙ্গে মানানসই।
সম্প্রতি মুখ্যমন্ত্রী ৫০ টি গেরুয়া রঙের বাসের উদ্বোধন করেছেন। সেই অনুষ্ঠানের মঞ্চও সাজানো হয়েছিল গেরুয়া রঙের পর্দা ও বেলুনে।
সম্প্রতি শিক্ষা বিভাগও প্রাথমিক পড়ুয়াদের জন্য গেরুয়া রঙের ব্যাগই বিলি করেছে। যোগী সরকারের ১০০ দিন ও ছয় মাস উপলক্ষ্যে সরকারি বুকলেটও গেরুয়া রঙেই ছাপানো হয়েছিল।
বিরোধীরা অবশ্য বিষয়টিকে ভালো চোখে দেখছে না। তাদের অভিযোগ, বিজেপি সরকার সরকারি ভবনগুলিরও ‘গৈরিকীকরণ’ ঘটাচ্ছে। কংগ্রেস নেতা দ্বিজেন্দ্র ত্রিপাঠি বলেছেন, কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কোনও বিশেষ রংকে এভাবে ব্যবহার করা একেবারেই অনুচিত।
উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর আদিত্যনাথের দফতরও সাজছে গেরুয়া রঙে, ‘গৈরিকীকরণ’! তোপ বিরোধীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2017 03:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -