চা বিক্রি করে আজও দিন গুজরান করেন যোগী আদিত্যনাথের দিদি, ২৩ বছর রাখি পরাননি ভাইকে
ABP Ananda, Web Desk | 20 Mar 2018 02:31 PM (IST)
লখনউ: অনেকেই জানেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আসল বাড়ি উত্তরাখণ্ডে। কিন্তু কজনের জানা, তাঁর দিদি আজও স্থানীয় মন্দিরের সামনে চায়ের দোকান চালান ও ঠাকুরের প্রসাদ আর পূজোর জিনিসপত্র বিক্রি করেন? আদিত্যনাথরা ৭ ভাই বোন। তিনি ছিলেন পঞ্চম। সন্ন্যাস গ্রহণের আগে গৃহস্থ নাম ছিল অজয় সিংহ বিস্ত। ২২ বছর বয়সে সন্ন্যাস নিতে তিনি চলে আসেন গোরক্ষপুর, সন্ন্যাস গ্রহণের পর নাম হয় যোগী আদিত্যনাথ। আদিত্যনাথের দিদি শশীর বিয়ে হয় উত্তরখণ্ডের কোঠার গ্রামে। স্বামীর নাম পূরণ সিংহ। গ্রামের পার্বতী মন্দিরের বাইরে চায়ের দোকান আছে তিন ছেলেমেয়ের মা শশীর, সঙ্গে বিক্রি করেন পূজা সামগ্রী। ২৩ বছর হয়ে গেল ছোট ভাইকে রাখি পরাননি শশী। ভাই বোনে শেষ দেখা হয় গত বছর, ১১ ফেব্রুয়ারি। শশী জানিয়েছেন, ছোটবেলা থেকে আদিত্যনাথের চরিত্র ছিল অন্যরকম। বাবাকে তিনি বলতেন, আপনি শুধু নিজের সন্তানদের লালনপালন করেছেন। আমি বড় হয়ে মানুষের সেবা করব। তখন তাঁদের মনে হত, ছোট ছেলে মজা করছে। পরে যখন তিনি জানতে পারেন, ভাই সন্ন্যাসী হয়েছে, তিনি গ্রামে ভিক্ষা চাইতে আসা সাধুসন্তদের ভাল করে দেখতেন, যদি তাঁদের মধ্যে ছোট ভাইকে দেখা যায়। গ্রামের বাইরে জঙ্গলে ফুল পাতা তুলতে যাওয়ার সময়েও সাধুদের দেখতে পেতেন তিনি, খুঁজতেন ভাইকে। কিন্তু তাঁকে কখনও তাঁদের মধ্যে দেখেননি। আজ শশীর সেই হারিয়ে যাওয়া ভাই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। কিন্তু দিদির সঙ্গে এখনও তাঁর দেখা হয় না।