কাসগঞ্জ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় গাফিলতি। মুখ্যমন্ত্রীর হেলিপক্টার কাসগঞ্জের একটি স্কুলের নির্ধারিত অস্থায়ী হেলিপ্যাডের পরিবর্তে নামল মাঠের জমিতে। যদিও এই ঘটনায় মুখ্যমন্ত্রী নিরাপদেই রয়েছেন। তাঁর হেলিপক্টার নিরাপদেই অবতরণ করে এবং তিনি গন্তব্যে রওনা দেন। রাজ্যের মুখ্যসচিব (স্বরাষ্ট্র) অরবিন্দ কুমার এ কথা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রীর হেলিরপ্টারের কস্তুরবা গাঁধী বিদ্যালয়ের মাঠে নামার কথা ছিল। এর পরিবর্তে বিমানটি প্রায় দু কিলোমিটার দূরে একটি মাঠে নামে।
ফারাউলি গ্রামে তিনজন খুন হয়েছিলেন। নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে আস কাসগঞ্জে আসেন যোগী। তিনি কালেক্টরেট দফতরে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিও পর্যালোচনা করেন।