হায়দরাবাদ: আজম খানের পর এবার আসাদুদ্দিন ওয়াইসি। সূর্য নমস্কারের সঙ্গে নমাজের তুলনা করায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তোপ দাগলেন এআইএমআইএম প্রধান। তাঁর দাবি, মুসলিমদের বোকা বানানোর জন্যই এই মন্তব্য করেছেন আদিত্যনাথ। তাঁর এই কৌশল কার্যকরী হবে না।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে ওয়াইসি বলেছেন, কসাইখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে বেকারত্বের সমস্যা সমাধানের বদলে আদিত্যনাথ গুরুত্বহীন মন্তব্য করছেন। মুখ্যমন্ত্রীর প্রাথমিক দায়িত্ব ন্যায়বিচারের ব্যবস্থা করা। কিন্তু তিনি সেটা করছেন না। কসাইখানার সঙ্গে ১৫ লক্ষ মানুষ যুক্ত ছিলেন। কসাইখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে তাঁদের রুটি-রুজির সমস্যা তৈরি হয়েছে। এ বিষয়ে কোনও মন্তব্য করছেন না আদিত্যনাথ।
ওয়াইসির আরও দাবি, উত্তরপ্রদেশে খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ থেকে প্রতি বছর প্রায় ১১ হাজার কোটি টাকা মূল্যের মহিষের মাংস রফতানি করা হয়। কসাইখানা ও খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র বন্ধ করে দেওয়ার ফলে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে।
২০০৭ সালে মক্কা মসজিদে বিস্ফোরণ এবং সমঝোতা এক্সপ্রেসে জঙ্গি হামলার ঘটনায় অভিযুক্ত স্বামী অসীমানন্দের জামিন পাওয়া নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন ওয়াইসি। তাঁর দাবি, এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে, সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে না।
মুসলিমদের বোকা বানানোর জন্যই সূর্য নমস্কারের সঙ্গে নমাজের তুলনা আদিত্যনাথের, দাবি ওয়াইসির
Web Desk, ABP Ananda
Updated at:
01 Apr 2017 09:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -