বুলন্দশহর: ছেলে ভিন ধর্মে বিয়ে করেছে। এর সাজা হিসেবে এক দলিত ব্যক্তিকে তাঁর থুতু চাটতে বাধ্য করা হল। উত্তরপ্রদেশের বুলন্দশহরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় পঞ্চায়েত এই শাস্তির নিদান দেয়। শুধু তাই নয়, ওই ব্যক্তির পরিবারকে গ্রাম ছেড়ে চলে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
নিগৃহীত জানিয়েছেন, পঞ্চায়েতের বৈঠকের সময় আমাকে থুতু ফেলে চাটতে বলা হয়। কারণ, আমার ছেলে এক মুসলিম মহিলাকে বিয়ে করেছে। পঞ্চায়েত আমাকে গ্রামছাড়া হতেও বলেছে।
ওই ব্যক্তির অভিযোগ, পঞ্চায়েতের লোকজন আমার স্ত্রী ও মেয়েকে নগ্ন করে ঘোরানো উচিত বলেও দাবি তুলেছিল।
নিগৃহীত বলেছেন, তাঁর ছেলে ও ওই মুসলিম মহিলা আদালতে বিয়ের রেজিস্ট্রিও করেছে।
দেহাত বুলন্দশহরের পুলিশ সুপার জানিয়েছেন, এ ব্যাপারে তাঁরা অভিযোগ পেয়েছেন। বিষয়টির তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।