উত্তরপ্রদেশে বিপর্যয় বড় আঘাত, কঠিন সিদ্ধান্ত নিতে হবে, বলল কংগ্রেস
ABP Ananda, web desk | 11 Mar 2017 01:35 PM (IST)
নয়াদিল্লি: উত্তরপ্রদেশে শোচনীয় বিপর্যয় দলের পক্ষে একটা বড় আঘাত বলে মেনে নিল কংগ্রেস। এবার সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে ভোটের লড়াইতে নেমেছিল কংগ্রেস। কংগ্রেস মোদী-ঝড়ের মুখে দেশের সবচেয়ে বড় রাজ্যে কার্যত ধূলিস্যাত্ হয়ে গিয়েছে দেশের সবচেয়ে প্রাচীন দল। গোবলয়ের এই রাজ্যে একটা সময় একচ্ছত্র আধিপত্য ছিল কংগ্রেসের। গাঁধী পরিবারের সদস্যরা এই রাজ্য থেকেই লোকসভা ভোটে লড়াই করেন। এমন একটি রাজ্যে অখিলেশ যাদবের পার্টির হাত ধরেও যেভাবে গড়াগড়ি খেতে হয়েছে তাতে দলের সহ সভাপতি রাহুল গাঁধীর নেতৃত্বের ব্যর্থতার অভিযোগও উঠেছে। যদিও কংগ্রেস রাহুলের পাশেই দাঁড়িয়েছে। বলেছে, এত স্বল্প সময়ের মধ্যে এভাবে কারুর বিচার করা যায় না। এই প্রসঙ্গে তারা পঞ্জাবে দলের সাফল্য তুলে ধরার চেষ্টা করছে। কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেছেন, উত্তরপ্রদেশে বিপর্যয় একটা বড় ধাক্কা। সামগ্রিকভাবে দলের মৌলিক পুনর্গঠন করতে হবে। খোলনলচে বদলাতে হবে। দলের কৌশলের ক্ষেত্রে কঠোর ও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। দলের অপর নেতা সাকিল আহমেদ এই হারের কারণ হিসেবে জনগনের মুডের কথা উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, দলের এই বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে। একইসঙ্গে তিনি বলেছেন, পঞ্জাবে কংগ্রেসের সাফল্যকে খাটো করে দেখা যায় না। এছাড়াও বিজেপি শাসিত গোয়াতেও কংগ্রেস সরকার গড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি।