লখনউ: রাম মন্দির নির্মাণের জন্য শপথ নিচ্ছেন উত্তরপ্রদেশের এক পুলিশ কর্তা। তিনি আবার পুলিশের ডিজি পদমর্যাদার আইপিএস অফিসার। যত দ্রুত সম্ভব অযোধ্যায় রাম মন্দির নির্মাণের শপথ নিয়ে বিতর্ক তৈরি করলেন ডিজি, হোমগার্ড সুর্য কুমার শুক্লা। দুদিন আগে লখনউ বিশ্ববিদ্যালয়ে রাম মন্দির নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে শুধু অংশগ্রহণই নয়, ক্যামেরার সামনে রাম মন্দির নির্মাণের শপথ নিতেও দেখা গিয়েছে তাঁকে।
১৯৮২-র ব্যাচের আইপিএস অফিসার শুক্লার ওই শপথ গ্রহণের ভিডিও সোশ্যাল ও ইলেকট্রনিক মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'আমরা রাম-ভক্ত, আজ এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শপথ নিচ্ছি যে, যত দ্রুত সম্ভব তৈরি হবে রাম মন্দির'।
শুক্লার সঙ্গে অন্য অনেকেই অনুষ্ঠানে শপথ নিতে দেখা গিয়েছে। দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগানও।
আইপিএস অফিসার হয়েও এ ধরনের শপথ ঘিরে বিতর্কের মুখে শুক্লার সাফাই, তিনি ভুল কিছুই করেননি। তাঁর দাবি, ঐক্যের পরিবেশ গড়ে তোলার শপথ নিয়েছিলাম। যে ভিডিও ভাইরাল হয়েছে, তা সম্পাদিত করা হয়েছে। ওই অংশটি ইচ্ছাকৃতভাবে ভিডিও থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তাঁর আরও সাফাই, 'মন্দির তৈরির থেকে মন্দির তৈরির জন্য শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার সঙ্গেই বিষয়টি সম্পর্কিত... ভাইরাল ভিডিওতে পুরো বিষয়ের ভুল ব্যাখ্যা করা হয়েছে'।
শুক্লা বলেছেন, 'ওই অনুষ্ঠানে আলোচনা হয়েছিল যে, অযোধ্যায় হিন্দু ও মুসলিমরা যদি মন্দির নির্মাণ ও কিছুটা দূরে একটি মসজিদ তৈরির কথা বলেন, তাহলে বিতর্কের সহজেই সমাধান সম্ভব'।
তাঁর দাবি,সুপ্রিম কোর্টও তো আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের একটা প্রস্তাব দিয়েছে।
যদিও এসপি মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী এই ঘটনাকে এক আইপিএস অফিসারের সার্ভিস রুল ভঙ্গের সামিল বলে মন্তব্য করেছেন।