লখনউ:  উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সাইকেল নিয়ে যাদব পরিবারের দ্বন্দ্ব কমিশন পর্যন্ত গড়িয়েছিল। অবশেষে সাইকেল কার, রায় দিল নির্বাচন কমিশন। নির্বাচনের আগে ছেলে অখিলেশ যাদবের ওপরই ভরসা রাখল কমিশন। উত্তরপ্রদেশ থেকে এবার সাইকেল প্রতীক চিহ্ন নিয়ে নির্বাচনী যুদ্ধে সমাজবাদী পার্টির প্রতিনিধি হিসেবে মাঠে নামবেন অখিলেশ। দিন কয়েকের মধ্যে প্রার্থী তালিকাও প্রকাশ করে দেবেন বলে জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান।আগামীকাল থেকে আসন্ন নির্বাচনের জন্যে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে।

অখিলেশের এই জয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস মুখপত্র আর পি এন সিংহ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয় কংগ্রেসের কাছে বিশেষভাবে তাত্পর্যপূর্ণ কারণ, বিজেপিকে রুখতে সপা-কংগ্রেস গাঁটছড়া বেঁধে নির্বাচনী যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে।

এই রায় ঘোষণার পর আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আগরার ইনার রিঙ রোডে সাইকেল চালিয়ে যান।

তবে আপাতত কমিশনের হস্তক্ষেপে দল ও তার প্রতীক চিহ্ন নিয়ে বর্তমান দ্বন্দ্ব থামলেও, যাদব পরিবারের এই অন্তর্কলহ কিন্তু জনমানসে তেমন ভাল প্রভাব ফেলেনি, মত বিশেষজ্ঞদের। অখিলেশ-শিবপালের দ্বন্দ্বে ভাইয়ের পাশেই আগাগোড়া থেকেছেন মুলায়ম।