কাসগঞ্জে ফের ছড়াল হিংসা, পুড়ল দোকান, গ্রেফতার ১১২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jan 2018 09:10 AM (IST)
লখনউ: উত্তর প্রদেশের কাসগঞ্জে হিংসা এখনও অব্যাহত। গতকাল রাতে তিন জায়গায় লাগানো হয়েছে আগুন। পরিস্থিতি সামলাতে ১১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত ৮টা নাগাদ পিএলজিসি কলোনিতে সেচ বিভাগের এক কোয়ার্টারে আগুন দেওয়া হয়। ওই কোয়ার্টারে অবশ্য কেউ ছিলেন না। বিপদ বুঝে ওখানকার বাসিন্দা গতকাল সকালেই পুলিশের কাছে আশ্রয় চান। আবার রাত নটা নাগাদ জ্বালিয়ে দেওয়া হয় স্থানীয় রেলওয়ে রোডের একটি দোকান। যদিও পুলিশের দাবি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে গতকাল বৈঠকেও বসে শান্তি কমিটি। তাতে যোগ দেন শহরের বিশিষ্ট ব্যক্তিরা। ঠিক হয়, সব দোকানদার নিজের নিজের দোকান খুলবেন। সেইমত সন্ধেয় দোকান খোলেও। গতকাল রাত ১০টা পর্যন্ত বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা, যাতে সোশ্যাল মিডিয়া থেকে সংঘর্ষের গুজব না ছড়ায়। সিল করে দেওয়া হয় জেলার সীমানাও। প্রজাতন্ত্র দিবসে কাসগঞ্জের বডডুনগর এলাকায় মোটর সাইকেল মিছিল বার করা নিয়ে গোষ্ঠী সংঘর্ষে এক কিশোরের মৃত্যু হয়, আহত হন ১ জন। হামলাকারীরা ৩টি দোকান, ২টি বেসরকারি বাস ও একটি গাড়ি জ্বালিয়ে দেয়।