উত্তরপ্রদেশের শামলির সুগার মিলে গ্যাস লিক, বেহুঁশ ৫০০ পড়ুয়া, ভর্তি হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Oct 2017 01:26 PM (IST)
শামলি: উত্তরপ্রদেশের শামলির একটি চিনি মিলে গ্যাস লিক করায় ৫০০ শিশু অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিলের বর্জ্য নষ্ট করতে গিয়ে রাসায়নিক ছড়ানো হয়েছে। তার থেকেই ক্ষতিকারক গ্যাস লিক হয়। এতে শিশুগুলি বেহুঁশ হয়ে পড়ে। শিশুগুলি মিলের পার্শ্ববর্তী দুটি স্কুল সরস্বতী বিদ্যামন্দির ও সরস্বতী বিদ্যা হাইস্কুলের পড়ুয়া। এই ঘটনায় চিনি মিলের গাফিলতির বিষয়টি প্রকাশ্যে এসেছে। শহরের একেবারে মাঝখানে মিলটি। গ্যাস ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কী ধরনের গ্যাস লিক হয়েছে এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ চলছে। গ্যাস নিঃসরনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিশুদের ওপর। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধার কাজ চলছে। এই দুর্ঘটনার দায় চিনি মিলের ওপরই পড়ে। মিলটির নাম স্যার শাদীলাল চিনি মিল। অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত চিনি মিলে মেরামতের কাজ হয়। মেরামতের সময়ই এই দুর্ঘটনা ঘটে।