মেরঠ: বর্তমান বিশ্বে অন্যতম একটি ভয়াবহ সংক্রামক রোগ জিকা ভাইরাসের গঠন আবিষ্কার করেছে ৭ জনের গবেষক দল। সেই দলেরই কনিষ্ঠতম সদস্য উত্তরপ্রদেশের মেয়ে বছর ২৯-এর দেবিকা সিরোহী। দেবিকা সিরোহি মার্কিন যুক্তরাষ্ট্রের পারডিউ বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী। দেবিকার জন্ম ও বেড়ে ওঠা দুই-ই মেরঠে। মা, বাবা দুজনেই ডাক্তার। তাঁরা জানিয়েছেন, এই সাফল্যের পিছনে রয়েছে মেয়েরই পরিশ্রম। তাঁদের ডিফেন্স কলোনির বাড়িতে এখন সবসময়ই উপচে পড়ছে মানুষজনের ভিড়। দেবিকার মা ও বাবা দেবিকাকে শুভেচ্ছা জানাতে আসছেন বহু মানুষ। মেরঠবাসী এখন দেবিকার ঘরে ফেরার প্রতীক্ষায়। তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানাতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেন, দেবিকা গোটা দেশের গর্ব। টুইটারে তিনি লেখেন, দেবিকার মা রিনা সিরোহি জানিয়েছেন, প্রথমে মশাবাহিত রোগ ডেঙ্গির ভাইরাস নিয়ে গবেষণার জন্য নির্বাচিত করা হয় তাঁকে। পরে জিকা নিয়ে গবেষণা করবেন বলে মনস্থির করেন দেবিকা। সেইমতো সেখান থেকে জিকা ভাইরাস সংক্রান্ত গবেষক দলের সঙ্গে যুক্ত হন তিনি। তিনি জানান, রাতদিন এক করে কঠিন পরিশ্রম করেছেন দীপিকা। মেরঠে স্কুলের পড়াশোনা শেষ করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের বেঙ্কটেশ্বর কলেজে ভর্তি হন তিনি। এরপর টাটা ইন্সিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ থেকে স্নাতোকত্তর পাশ করেন। পাঁচ বছর আগে পাড়ি দেন মার্কিন মুলুকে। গবেষণা শুরু করেন পারডিউ বিশ্ববিদ্যালয়ে। শুধু পড়াশোনাই নয়, নাচ, অভিনয় এবং স্কেটিংয়ের দক্ষ দেবিকা।