লখনউ: অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় উত্তরপ্রদেশের কানপুরে তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার আগে রক্ত দিয়ে লিখলেন, ‘আকাশ আই লাভ ইউ সো মাচ’।
পরিবারের লোকজন ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তরুণীকে। তাঁর হাতে ছিল রক্ত দিয়ে লেখা কাগজের টুকরো।
পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়। তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, জুহি থানা এলাকার বাসিন্দা রাজেশ শুক্লার মেয়ে পূজা। পরিবারে রাজেশ ও তাঁর স্ত্রী মীনা দুই কন্যা-রুবি ও পূজা। একমাত্র ছেলে নিখিল। পূজার আকাশ নামে এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। আকাশ কিদওয়াই নগরের বাসিন্দা। আকাশের সঙ্গে পূজার প্রেম নিয়ে পরিবারের আপত্তি ছিল। পরিবারের পক্ষ থেকে পূজাকে আকাশের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটানোর জন্য বোঝানো হয়। কিন্তু পূজা রাজি হয়নি। এ জন্য তাঁর পড়াশোনাও বন্ধ করে দেওয়া হয়। এরপর পূজার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়।
রাজেশ জানিয়েছেন, গত বুধবার রাতে তাঁরা ছাদে ঘুমিয়ে ছিলেন। ঘুম ভেঙে মা পূজাকে দেখতে না পেয়ে নিচের কামরায় গিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বদনামের ভয়েই তাঁরা পূজার পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন। আকাশ পূজাকে একটি মোবাইল উপহার দিয়েছিলেন। সেই মোবাইলটিও কেড়ে নেওয়া হয়। পূজা যে আত্মহত্যা করতে পারেন, তা তাঁরা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি।