ঘটনার সূত্রপাত জানুয়ারির ৪ তারিখ। বাগপতে নিজের বাড়িতে তখন ছিল আক্রান্ত কিশোরী। তার বাড়িতে জোর করে ঢুকে চার ব্যক্তি মিলে মেয়েটিকে গণধর্ষণের চেষ্টা করে। ধর্ষণে বাধা দেওয়ায় মেয়েটির কান কেটে নেয় দুই ব্যক্তি।
এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর বাগপতের বিজেপি সাংসদ সত্যপল সিংহের সঙ্গে যোগাযোগ করা হয়। এপ্রসঙ্গে সত্যপলের মন্তব্য, এমন কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি, এবং কিশোরীর অভিযোগ অনুযায়ী তার কান কেটে নেওয়ার খবরও সঠিক নয়।
সাংসদ জানান, তিনি ব্যক্তিগত ভাবে ওই জেলার এসপি-র সঙ্গে যোগাযোগ করেছেন এই ঘটনা সম্পর্কে খবর নিতে। এসপি তাঁকে জানিয়েছেন, গত ৩১ ডিসেম্বর সকালে ওই এলাকায় দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা হয়। তার পরিপ্রেক্ষিতে একে অপরকে আক্রমণের ঘটনা ঘটে। কিন্তু হঠাত্ করে ঘটনার এতদিন বাদে ধর্ষণের চেষ্টার কথা তুলে কান কেটে নেওয়ার অভিযোগ সত্য নয়। সত্যপলে দাবি, পরে হয়তো ভাবনা চিন্তা করে প্রতিশোধ নেওয়ার জন্যে এধরনের অভিযোগ করা হচ্ছে।