কর্নেল আশুতোষের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ঘোষণা উত্তরপ্রদেশ সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 May 2020 11:52 AM (IST)
কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে নিহত কর্নেল আশুতোষ শর্মার প্রতি শ্রদ্ধা নিবেদন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। নিহত জওয়ানের পরিবারকে ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ ও একজনের চাকরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
লখনউ: কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে নিহত কর্নেল আশুতোষ শর্মার প্রতি শ্রদ্ধা নিবেদন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। নিহত জওয়ানের পরিবারকে ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ ও একজনের চাকরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কর্নেল শর্মা ছিলেন উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা। তাঁর গ্রাম পারওয়ানাতে প্রয়াত জওয়ানের স্মৃতির উদ্দেশে গৌরব দ্বার নির্মাণের ঘোষনাও করেছে সরকার। এক সরকারি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। উত্তর কাশ্মীরের হান্দওয়ারার একটি গ্রামে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে কর্নেল আশুতোষ সহ নিরাপত্তা বাহিনীর পাঁচ জওয়ান প্রাণ হারান।