লখনউ: কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে নিহত কর্নেল আশুতোষ শর্মার প্রতি শ্রদ্ধা নিবেদন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। নিহত জওয়ানের পরিবারকে ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ ও একজনের চাকরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
কর্নেল শর্মা ছিলেন উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা। তাঁর গ্রাম পারওয়ানাতে প্রয়াত জওয়ানের স্মৃতির উদ্দেশে গৌরব দ্বার নির্মাণের ঘোষনাও করেছে সরকার। এক সরকারি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
উত্তর কাশ্মীরের হান্দওয়ারার একটি গ্রামে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে কর্নেল আশুতোষ সহ নিরাপত্তা বাহিনীর পাঁচ জওয়ান প্রাণ হারান।
কর্নেল আশুতোষের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ঘোষণা উত্তরপ্রদেশ সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2020 11:52 AM (IST)
কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে নিহত কর্নেল আশুতোষ শর্মার প্রতি শ্রদ্ধা নিবেদন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। নিহত জওয়ানের পরিবারকে ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ ও একজনের চাকরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -