লখনউ: উত্তরপ্রদেশের প্রতিটি বাড়িতে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি করল রাজ্য সরকার। আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ৫, কালীদাস মার্গে চুক্তিতে স্বাক্ষর করেন যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী পীযূষ গয়াল। উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা, বিদ্যুৎমন্ত্রী স্বতন্ত্র দেব ও শক্তিমন্ত্রী শ্রীকান্ত শর্মাও এই অনুষ্ঠানে হাজির ছিলেন।
উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেছে, কয়েকদিন পর থেকেই গ্রামীণ অঞ্চলের মানুষ ১৯১১ নম্বরে ফোন করে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। এছাড়া তাঁরা ই-ভুগতানের মাধ্যমে ডিজিট্যাল পেমেন্ট করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড ১০ হাজার সৌর প্যানেল পাম্প সরবরাহ করবে। এছাড়া এই সংস্থা স্বল্পমূল্যে বাল্ব, টিউব লাইট ও পাখা সরবরাহ করবে।
মঙ্গলবার উত্তরপ্রদেশ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আদিত্যনাথ নির্দেশ দেন, গ্রামে ১৮ ঘণ্টা এবং বুন্দেলখণ্ড ও তহসিল অঞ্চলগুলিতে ২০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করতে হবে। এরপরেই কেন্দ্রের সঙ্গে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের চুক্তি করল রাজ্য সরকার। শ্রীকান্ত বলেছেন, কেন্দ্রীয় সরকার ২০১৯ সালের মধ্যে উত্তরপ্রদেশের সব গ্রামে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যের কথা জানিয়েছে। সেই লক্ষ্য পূরণ করার চেষ্টা করবেন তাঁরা।
২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, কেন্দ্রের সঙ্গে চুক্তি উত্তরপ্রদেশ সরকারের
Web Desk, ABP Ananda
Updated at:
14 Apr 2017 09:49 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -