অতিরিক্ত জেলাশাসক (প্রশাসন) সর্বেশ দীক্ষিত বলেন, রাজ্য সরকার চিন্ময়ানন্দের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৫০৬ ধারায় দায়ের হওয়া মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, প্রশাসন কর্তারা এ ব্যাপারে পদক্ষেপ শুরু করে দিয়েছেন।
এদিকে প্রবল ক্ষুব্ধ ধর্ষিতা রাষ্ট্রপতি ও জেলা বিচারককে চিঠি দিয়ে আদিত্যনাথ সরকারের উদ্যোগে তীব্র আপত্তি জানিয়েছে। অভিযুক্ত চিন্ময়ানন্দের নামে অবিলম্বে পরোয়ানা জারির দাবি জানিয়েছে সে।
চিঠিতে মেয়েটি জানিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি সাজাহানপুর সফরে এসে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ অভিযুক্তের বাসভবনে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেছেন।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মেয়েটির অভিযোগের ভিত্তিতে ২০১১-র ৩০ নভেম্বর এফআইআর দায়ের করেন তার বাবা। তাঁর আশ্রমে বেশ কয়েক বছর ছিল মেয়েটি। সে দাবি করেছিল, তাঁকে হরিদ্বারের এক আশ্রমে রেখে ধর্ষণ করেন চিন্ময়ানন্দ। যদিও তিনি আগেভাগেই হাইকোর্টে চলে যান। তাঁর গ্রেফতারির ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। সেই থেকে মামলাটি চলছে।