১৫ দিনে খালি করুন সরকারি বাংলো, উত্তরপ্রদেশ সরকারের নোটিস রাজনাথ, মায়াবতী, অখিলেশ সহ ৬ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে
Web Desk, ABP Ananda
Updated at:
18 May 2018 02:55 PM (IST)
লখনউ: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্যের ৬ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সরকারি বাংলো ছাড়ার নোটিস দিল উত্তরপ্রদেশ সরকার। সুপ্রিম কোর্ট এ মাসের গোড়ায় রায় দেয়, একজন মুখ্যমন্ত্রী প্রাক্তন হয়ে গেলে একজন সাধারণ নাগরিক যা, তিনিও তা-ই, দুজনের কোনও প্রভেদই থাকে না। তাই পদ ছাড়ার পর সরকারি বাংলো দখল করে রাখতে পারবেন না উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীরা। লোকপ্রহরী নামে একটি এনজিও-র দায়ের করা পিটিশনের শুনানিতে এই নির্দেশ দেয় শীর্ষ আদালত। পিটিশনে সাবেক অখিলেশ সিংহ সরকারের আনা উত্তরপ্রদেশের মন্ত্রীদের (বেতন, ভাতা ও বিভিন্ন সুবিধা) আইন, ১৯৮১ তে সংশোধনীকে চ্যালেঞ্জ করেছিল এনজিও-টি।
গতকাল রাতে উত্তরপ্রদেশ সরকারের এস্টেট দপ্তরের পাঠানো নোটিসে ১৫ দিনের মধ্যে সরকারি বাংলো খালি করে দিতে বলা হয়েছে। নোটিস প্রাপকদের মধ্যে বিজেপি জমানার মুখ্যমন্ত্রীরাও আছেন।
নোটিস দেওয়া হয়েছে নারায়ণ দত্ত তেওয়ারি, মুলায়ম সিংহ যাদব, কল্যাণ সিংহ, মায়াবতী, রাজনাথ সিংহ, অখিলেশ সিংহ যাদবকে। লখনউয়ের হাই সিকিউরিটি ভিভিআইপি জোনে বহু মূল্যবান সরকারি সম্পত্তি বর্তমানে দখল করে রেখেছেন তাঁরা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -