বিজেপি নেতাদের বিরুদ্ধে ২০১৩-র মুজফফরনগর দাঙ্গার ৯টি মামলা প্রত্যাহারের ভাবনা উত্তরপ্রদেশ সরকারের
Web Desk, ABP Ananda | 20 Jan 2018 05:49 PM (IST)
মুজফফরনগর: বিজেপি নেতাদের বিরুদ্ধে ২০১৩-র মুজফফরনগর দাঙ্গা সংক্রান্ত ৯টি ফৌজদারি মামলা প্রত্যাহার করা যায় কিনা, সে ব্যাপারে খোঁজখবর করছে উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের মন্ত্রী সুরেশ রানা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান, বিজেপি এমপি ভারতেন্দু সিংহ, বিজেপি বিধায়ক উমেশ মালিক ও বিজেপি নেত্রী স্বাধ্বী প্রাচীর বিরুদ্ধে দায়ের হয়েছিল এখানকার আদালতে বিচারাধীন মামলাগুলি। গত ৫ জানুয়ারি জেলাশাসককে চিঠি লিখে উত্তরপ্রদেশের ন্যয় দপ্তরের বিশেষ সচিব রাজ সিংহ জনস্বার্থে মামলাগুলি তুলে নেওয়া যায় কিনা, জানতে চেয়েছেন। মোট ১৩টি পয়েন্টে তথ্য চেয়েছেন তিনি। মামলা প্রত্যাহারের ব্যাপারে মুজফফরনগরের সিনিয়র পুলিশ সুপারের মতামতও চিঠিতে জানতে চাওয়া হয়েছে। চিঠিতে যদিও সরাসরি অভিযুক্ত বিজেপি নেতাদের নাম করা হয়নি, তবে তাঁদের মামলার ফাইল নম্বরের উল্লেখ রয়েছে। অভিযোগ, ২০১৩ -র আগস্টের শেষ সপ্তাহে এক মহাপঞ্চায়েতে যোগ দিয়ে হিংসা ছড়ানোর জন্য উস্কানিমূলক ভাষণ দেন এই বিজেপি নেতা-নেত্রীরা। আগস্ট, সেপ্টেম্বরেই মুজফফরনগরে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে। ৬০জনের বেশি নিহত হয়, ৪০ হাজারের বেশি মানুষ এলাকাছাড়া হয়। সরকারি কর্মচারীদের দায়িত্ব, কর্তব্য পালনে বাধা দেওয়া, অন্যায় ভাবে আটকে রাখা, আগাম জারি নিষেধাজ্ঞা নির্দেশ লঙ্ঘন করায় ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় অভিযুক্ত বিজেপি নেতা-নেত্রীরা। দুটি দাঙ্গা মামলায় রানা সহ ২২ জনের বিচার চলছে। চার্জশিটও দিয়েছে সিট।