লখনউ: দাদরির পিটিয়ে হত্যার ঘটনার সিবিআই তদন্তের সুপারিশ করার ব্যাপারে বেশ কয়েক মাস ধরে টালবাহানার পর অবশেষে সুর বদল উত্তরপ্রদেশ সরকারের। সিবিআই তদন্তে তাদের আপত্তি নেই বলে জানাল রাজ্য সরকার।

 

এলাহাবাদ হাইকোর্ট যদি মনে করে, কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে দিয়ে তদন্ত করিয়ে সুফল পাওয়া যাবে, তবে তাদের নির্দেশ মাথা পেতে নেবেন, জানিয়েছেন অখিলেশ সিংহ সরকারের মুখপাত্র। তিনি আজ বলেছেন, আদালত যদি চলতি তদন্ত অসম্পূর্ণ বলে মনে করে, তবে  সরকার তা মেনে নেবে। নিরপেক্ষ তদন্ত হবে। তারপরও যদি আদালত সিবিআই তদন্ত প্রয়োজনীয় মনে করে, রাজ্য সরকার তা পুরোপুরি স্বীকার করে প্রয়োজনীয় নির্দেশ দেবে।

 



নয়ডার এক বিজেপি কর্মীর পিটিশনের পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতেই কেন্দ্র, উত্তরপ্রদেশ সরকারের বক্তব্য জানতে চেয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি বালকৃষ্ণ নারায়ণ ও বিচারপতি নাহিদ আরা মুনিসের বেঞ্চ চার  সপ্তাহ সময় দিয়েছিল কেন্দ্র, রাজ্য সরকারকে। পাল্টা বক্তব্য  জানাতে পিটিশনারকেও দু সপ্তাহ সময় দিয়েছিল  বেঞ্চ।  গোমাংস খাওয়ার গুজব ছড়িয়ে দাদরিতে গণপিটুনি দিয়ে প্রৌঢ়কে মেরে ফেলার ঘটনায় তাঁকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করে পিটিশনে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন সঞ্জয় সিংহ  নামে ওই বিজেপি কর্মী। রাজ্য পুলিশ সঠিক তদন্ত করছে না, শাসক সমাজবাদী পার্টির অঙ্গুলিহেলনে চলছে বলে দাবি করেন তিনি।

এদিন রাজ্য সরকারের মুখপাত্রটি অবশ্য তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ উড়িয়ে দেন।