লখনউ: সংস্কৃতের ব্যবহার, প্রসার বাড়াতে এবার থেকে হিন্দি, ইংরেজি, উর্দুর পাশাপাশি সংস্কৃতেও প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। সোমবারই যোগী আদিত্যনাথ সরকারের তথ্য দপ্তর প্রথম সংস্কৃতে প্রেস নোটটি দিয়েছে। দপ্তরের সিনিয়র কর্তারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণের ভাষণ ও জরুরি সরকারি তথ্যও সংস্কৃতে প্রকাশ করা হবে। হিন্দি, ইংরেজি, উর্দুতেও দেওয়া হবে। জনসাধারণকে জানানোর জন্য মুখ্যমন্ত্রীর ভাষণের অনুবাদ করতে লখনউয়ের রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থার সাহায্য গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে তথ্য দপ্তর। সেখানকার এক অফিসার বলেন, এ ধরনের পদক্ষেপ এই প্রথম নেওয়া হচ্ছে। নয়াদিল্লিতে সাম্প্রতিক নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর ভাষণ সংস্কৃতে প্রকাশ করা হয়েছে। ভাল প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এই উদ্যোগ আরও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।
গত সোমবারই এক অনুষ্ঠানে খোদ আদিত্যনাথ বলেছিলেন, সংস্কৃত ভারতের ডিএনএ-তে আছে। তবে এখন তার ব্যবহার সীমাবদ্ধ হয়ে পড়েছে শুধু পূজারীদের মধ্যে।
ঘটনাচক্রে উত্তরপ্রদেশে সংস্কৃতে বেরয় ২৫টি সাময়িক পত্রপত্রিকা, যদিও সেগুলির কোনওটাই দৈনিক নয়।