লখনউ: বেকার যুবকদের কোনও ভাতা নয়, বরং তার পরিবর্তে তাদের কর্মসংস্থানের বন্দোবস্ত করবে যোগী আদিত্যনাথ সরকার। বললেন উত্তরপ্রদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য। রাজ্য বিধানসভায় সমাজবাদী পার্টি (সপা) সদস্য নীতিন আগরওয়াল রাজ্য সরকার বেকার যুবকদের কোনও ভাতা দেওয়ার কথা ভাবছে কিনা, জানতে চাইলে মন্ত্রী বলেন, ২০১২ সালে সপা-র নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে বেকার ভাতা ছিল, কিন্তু ২০১২-১৩ সালে ওরা নিজেরাই তা বন্ধ করে দেয়। আমাদের সরকার যুবকদের কাজ দেবে। আমাদের কোনও বেকার ভাতা দেওয়ার ভাবনা নেই। মৌর্যের দাবি, আমাদের দপ্তর গত ১১ মাসে বেসরকারি ক্ষেত্রে ৫৪১৯০ জন যুবককে চাকরি পেতে সাহায্য করেছে। এজন্য একটা পোর্টাল খোলা হয়েছে। ২০ লক্ষের বেশি যুবক তাতে নাম নথিভুক্ত করেছে।
প্রসঙ্গত, রাজ্যের আগের সপা সরকার বার্ষিক আয় ৩৬ হাজার টাকার বেশি নয়, এমন পরিবারের ২৫ থেকে ৪০ বছরের মধ্যে বয়সী যুবকদের মাসে হাজার টাকা বেকার ভাতা চালু করেছিল।