লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ২২ বছর ধরে চলা একটি মামলা প্রত্যাহার করে নিল বিজেপি শাসিত উত্তর প্রদেশ সরকার। গত সপ্তাহে রাজ্য বিধানসভায় একটি বিল পাশ হয়েছে, যার মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসা গুরুত্বহীন মামলা থেকে রাজনীতিকদের ছাড় দেওয়া হবে। যদিও সমাজবাদী পার্টির বক্তব্য, মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ও উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্যের মত শাসক দলের গুরুত্বপূর্ণ নেতাকে ফৌজদারি মামলা থেকে অব্যাহতি দেওয়াই এই বিলের উদ্দেশ্য।


এই আইনে রাজনীতিকদের বিরুদ্ধে চলতে থাকা ২০,০০০ মামলা প্রত্যাহার করা হবে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, এই ২০,০০০ মামলা গুরুত্বপূর্ণ কিছু নয়, ঝুলেও রয়েছে দীর্ঘদিন ধরে।

১৯৯৫-এ নিষেধাজ্ঞা অমান্য করে নিজের কেন্দ্র গোরক্ষপুরে একটি জনসভা করেন আদিত্যনাথ। তা নিয়ে দায়ের হয় মামলা। রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী শিবপ্রতাপ শুক্ল ও বিজেপি বিধায়ক শীতল পান্ডেও ওই মামলার অন্যতম অভিযুক্ত। বিরোধী দল এসপি অবশ্য এভাবে আইনের হাত এড়ানো ভাল চোখে দেখছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, যোগী আদিত্যনাথকে দিয়ে গোটা বিষয়ের শুরু আর এবার সব রাজনীতিকরা ধরে নেবেন, তাঁদের বিরুদ্ধে চলা মামলাও প্রত্যাহার করা হবে।

এখন সত্যিই শুধু গুরুত্বহীন মামলা প্রত্যাহার করা হচ্ছে নাকি গুরুত্বপূর্ণ মামলাও তলে তলে তুলে নেওয়া হচ্ছে, সে দিকে নজর রাখতে হবে বলে তিনি জানিয়েছেন। বিধানসভায় বিলটির বিরোধিতাও করে এসপি।