সম্প্রতি উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি (সপা) সরকারের বিরুদ্ধে ধর্মীয় কারণে বিদ্যুত্ পরিষেবা দেওয়ায় বৈষম্যের অভিযোগ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
গয়ালের দাবি, মোরাদাবাদের বিজেপি সাংসদ সর্বেশ কুমার সিংহের অভিযোগ, তাঁর কেন্দ্রে 'একটি বাছাই করা সম্প্রদায়ের' লোকজনই বিদ্যুত্ সংযোগ পাচ্ছেন, অন্যদের দেওয়া হচ্ছে না। গয়াল জানিয়েছেন, তিনি রিপোর্ট চাইলে বিদ্যুত্ পরিষেবা বন্টনে বৈষম্য হয় না বলে জানায় রাজ্য সরকার। সেই সাংসদ তারপর প্রধানমন্ত্রীকে বিষয়টি জানালে তিনি অভিযোগ দেখতে বিদ্যুত্ মন্ত্রককে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠাতে বলেন।
গয়াল বলেন, কমিটি রিপোর্টে জানিয়েছে, মোরাদাবাদের একাধিক জায়গায় বিদ্যুত সরবরাহে বৈষম্য করা হচ্ছে। বিষয়টি খুবই উদ্বেগের। পরবর্তীকালে উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রতিনিধিরাও একই সমস্যার অভিযোগ করেছেন বলে দাবি করেন গয়াল।
খোদ নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীর বিদ্যুত্ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, একটি এনজিও-র দেওয়া তথ্যে প্রকাশ, প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রের একাধিক জায়গায় দিনে ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুত থাকে না। এ থেকেই অখিলেশের বারাণসীতে ২৪ ঘন্টাই স্বাভাবিক বিদ্যুত্ পরিষেবা বহাল থাকার দাবি অসার বলে প্রমাণিত হচ্ছে বলে জানান গয়াল।
তাঁর আরও দাবি, রাজ্যের বিভিন্ন ফিডারে কতটা বিদ্যুত্ যাচ্ছে, গত আগস্ট থেকেই সেই সংক্রান্ত তথ্য জানানো উত্তরপ্রদেশ সরকার বন্ধ করে দিয়েছে।