বারাণসী: বারাণসীতে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুসলিম মহিলা সভায় আনার দায়িত্ব যোগী আদিত্যনাথ সরকার চাপিয়ে দিয়েছে বারাণসীর মাদ্রাসাগুলির ঘাড়ে।


এলাকার সব সরকারি সাহায্যপ্রাপ্ত ও সাহায্য না পাওয়া মাদ্রাসাগুলিকে চিঠি পাঠিয়েছে জেলা সংখ্যালঘু কল্যাণ দফতর। তাতে বলা হয়েছে, ২২ তারিখ প্রধানমন্ত্রী স্থানীয় ডিএলডাব্লিউ অডিটোরিয়ামে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে সম্বাদ অনুষ্ঠানে যোগ দেবেন। এই অডিটোরিয়ামে ৭০০ মানুষ ধরে। মাদ্রাসাগুলিকে অনুষ্ঠানে মহিলা সংগ্রহ করে আনার দায়িত্ব দেওয়া হচ্ছে।

প্রতিটি মাদ্রাসাকে অন্তত ২৫ জন মহিলা অনুষ্ঠানে নিয়ে আসতে হবে।

এই নির্দেশে স্বভাবতই খুশি নয় বারাণসীর মাদ্রাসাগুলি। তাদের বক্তব্য, যে কাজ বিজেপি কর্মীদের করা উচিত, তা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। নির্দেশটি প্রত্যাহারেরও দাবি করেছে তারা।