লখনউ: উন্নয়নের নামে ঘৃণা ছড়াচ্ছে উত্তরপ্রদেশ সরকার। এমনটাই অভিযোগ করলেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টি সভাপতির দাবি, বিজেপির চেয়ে কেউ ভাল ‘আড়াআড়ি বিভাজন’ করতে পারে না।


একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, পূর্বতন সরকারের আমলের প্রকল্পগুলিকে নিজেদের নামে উদ্বোধন করছে যোগী আদিত্যনাথ প্রশাসন।


তিনি বলেন, সমস্যাকে চাগিয়ে দিতে বিজেপির জুড়ি মেলা ভার। ওদের চাইতে ভাল করে কেউ আড়াআড়ি বিভাজন করতে পারে না। তা সে রাজনৈতিক দলে হোক বা পরিবারে। গুজরাত, পশ্চিমবঙ্গ বা উত্তরপ্রদেশই এর জলন্ত উদাহরণ।


অখিলেশ প্রশ্ন করেন, হিন্দু-মুসলিমের নামে ওদের (বিজেপি) চেয়ে কে ভাল সাম্প্রদায়িক বিভেদ করতে পারে? অথচ, মানুষ ওদের নয়, আমাদের জাতপাতবাদী বলে থাকেন। তিনি দাবি করেন, কখনই তাঁরা জাতপাত ও ধর্মের ভিত্তিতে ভোট চাননি।


তিনি প্রশ্ন করেন, উত্তরপ্রদেশ সরকার কি উন্নয়নের নামে ঘৃণা ছড়ানোর জন্য গঠিত হয়েছে? উত্তরটা নিজেই দেন অখিলেশ। বলেন, বর্তমান সরকারের আমলে একমাত্র উন্নয়ন হল ঘৃণা। কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, যারা ডিজিটাল ইন্ডিয়া নিয়ে কথা বলে, তারাই আবার গরু ও গোবর নিয়ে চর্চা করে।


নোট বাতিল প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করে অখিলেশ জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী মনোমহন সিংহ সহ দেশের একাধিক প্রথম সারির অর্থনীতিবিদ দেশের অর্থনীতির পক্ষে ক্ষতিকারক হিসেবে উল্লেখ করলেও, কিছু মানুষের সত্যিটাকে স্বীকার করতে অসুবিধে হয়। কারণ, তারা জাতপাত ও ধর্ম—নিয়ে বেশি মাথা ঘামাতে ব্যস্ত।


একইভাবে, জিএসটি কাউন্সিলের সাম্প্রতিক সিদ্ধান্তকে কটাক্ষ করে অখিলেশ বলেন, ভোটের আগে এমন আরও সিদ্ধান্ত নেওয়া হবে।


প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, তাঁর আমলে কখনই আগে উদ্বোধন হওয়া প্রকল্পের দ্বিতীয়বার উদ্বোধন হয়নি। তাঁর অভিযোগ, সমাজবাদী পার্টির প্রকল্পগুলিকে নতুন করে নিজেদের নামে উদ্বোধন করে চলেছে বর্তমান শাসক দল। অখিলেশ দাবি করেন, নিজেরা কিছু প্রকল্প করে থাকলে, যোগী-সরকারের উচিত তা মানুষকে জানানো।


সমাজবাদী পার্টিতে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অখিলেশ জানান, দল শাসনক্ষমতা হারানোর সঙ্গেই পরিবারের সব সমস্যা শেষ হয়ে গিয়েছে। বলেন, যখন ক্ষমতাই নেই, তখন সমস্যা কীসের।


যদিও, তিনি একইসঙ্গে জানিয়ে দেন, গত বিধানসভা নির্বাচনে ভরাডুবি হলেও কংগ্রেসের সঙ্গে তাঁর দলের জোট চলবে। তিনি বলেন, এটা ঘটনা যে আমি বন্ধু পাল্টাই না। রাজনৈতিক দিক দিয়ে আমরা বন্ধু ছিলাম ও থাকব। জোট আছে ও থাকবে।