অযোধ্যা: রাম মন্দির নিয়ে ক্রমবর্ধমান হইচইযের মধ্যেই যোগী আদিত্যনাথ সরকার ঘোষণা করল, অযোধ্যায় ২২১ মিটার উঁচু ব্রোঞ্জের রামচন্দ্রের মূর্তি নির্মাণ করবে তারা। এটিই হবে বিশ্বের উচ্চতম মূর্তি। যোগী ইতিমধ্যেই এই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছেন, আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছেন, কাজে যেন কোনও খামতি না থাকে।


উত্তর প্রদেশের তথ্য দফতরের মুখ্য সচিব অবনীশ অবস্থি জানিয়েছেন, মূল মূর্তির দৈর্ঘ হবে ১৫১ মিটার। কিন্তু রামচন্দ্রের মাথার ওপর যে ছত্র থাকবে, তার দৈর্ঘ্য হবে ২০ মিটার, আর নীচে বেদীর উচ্চতা ৫০ মিটার। ওই বেদীতে একটি জাদুঘর নির্মিত হবে। ১০০ একর জমির ওপর তৈরি হবে এই রামমূর্তি। প্রকল্পের অংশ হিসেবে সাজিয়ে তোলা হবে সরযূ নদীর তীরও।



মূর্তি নির্মাণের জন্য ৫টি সংস্থাকে প্রাথমিকভাবে বাছা হয়েছে। গত রাতে মুখ্যমন্ত্রীর কাছে প্রেজেন্টেশনও দিয়েছে তারা। এখন মূর্তি বসানোর জন্য মাটির পরীক্ষা নিরীক্ষা হচ্ছে।

৩১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৮২ মিটার উঁচু মূর্তি স্থাপন করেছেন। এই মুহূর্তে এটিই পৃথিবীর উচ্চতম মূর্তি।