লখনউ: ফেসবুকে মহিলাদের ফেক অ্যাকাউন্ট বানিয়েই সাধ মেটেনি। সেই মহিলাদের নিজের স্ত্রী বলে পরিচয় দিয়েছিল সে। জারিজুরি বেশিদিন টিকল না। ওই মেয়েরাই তাকে ধরে ফেলে ইচ্ছেমতো ধোলাই দিলেন একদিন।
উত্তরপ্রদেশের আলিগড়ে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, কিছুদিন আগে স্থানীয় একটি মোবাইল ফোনের দোকানে আসে অভিযুক্ত। ফোন সে কেনেনি, তবে এটা ওটা নাড়াচাড়ার বাহানায় নিজের ফোনে ২ যুবতীর ছবি তুলে নেয়। তারপর বানিয়ে ফেলে তাঁদের জাল ফেসবুক প্রোফাইল। পরিচয় দেয় নিজের স্ত্রী বলে।
কোনওভাবে জানাজানি হয়ে যায় গোটা ঘটনা। ওই মেয়েদের মাধ্যমে মোবাইল ফোনের দোকানদার অভিযুক্তকে দোকানে ডাকেন। মেয়েদের ডাক পেয়ে মহা আনন্দে দোকানে আসে সে। তারপরেই আটকে ফেলে শুরু হয় আড়ং ধোলাই।
অভিযুক্ত যুবককে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়। তবে তার আত্মীয়দের অভিযোগে কোনও অভিযোগ দায়ের না করেই শুধু সাবধান করে ছেড়ে দেওয়া হয় তাকে।
ফেসবুকে জাল অ্যাকাউন্ট, উত্তরপ্রদেশে মহিলাদের হাতে বেধড়ক মার খেল অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Mar 2017 01:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -