আমরোহা: পোষা পশুপাখির প্রতি মায়ামমতার কথা নতুন নয়। এবার উত্তরপ্রদেশের আমরোহা জেলার এক বাসিন্দা তাঁদের আদরের তোতার মৃত্যুর পর শেষকৃত্য সম্পন্ন করলেন। হিন্দু রীতি মেনে শেষকৃত্য হল মৃত তোতাটির।
আমরোহার হাসানপুরের বাসিন্দা পেশায় শিক্ষক পঙ্কজ কুমার মিত্তাল রবিবার যজ্ঞ ও শ্রাদ্ধভোজেরও আয়োজন করেন। গত ৫ মার্চ মারা গিয়েছিল তোতাটি।
মিত্তাল জানিয়েছেন, 'পাঁচ বছর আগে আমি তোতাটি পুষেছিলাম। পায়ে আঘাতের জন্য উড়তে পারছিল না পাখিটি। বাড়িতে এনে যত্নআত্তি শুরু করি। ওকে আমার ছেলের থেকেও বেশি যত্ন করতাম'।
মিত্তাল পরিবার মৃত তোতাটিকে গঙ্গা ঘাটে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করে। পরিবারের পক্ষ থেকে প্রার্থনা সভার আয়োজনও করা হয়েছিল।
পোষা তোতার শেষকৃত্য ও শ্রাদ্ধ করলেন উত্তরপ্রদেশের শিক্ষক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Mar 2018 04:07 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -