মথুরা (উত্তরপ্রদেশ): আইসক্রিম কম পড়িয়াছে। তাই বন্ধই হয়ে গেল বিয়ে। হ্যাঁ, মথুরার রয়া-সদাবাদ রোডের মহেশ সগর কলোনিতে এমন কাণ্ডই ঘটেছে। শুধু তাই নয়, আইসক্রিম নিয়ে বর ও কনেপক্ষর মধ্যে খণ্ডযুদ্ধ থামাতে গিয়ে আহত হয়েছেন তিনজন পুলিশকর্মী।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিয়ের অনুষ্ঠানে মালাবদলের পরপরই আইসক্রিম কম পড়া নিয়ে বর ও কনেপক্ষর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেখান থেকে হাতাহাতি। বরপক্ষ পুলিশ ডাকলে তাদের অভিযোগে কনেপক্ষর ৭জনকে গ্রেফতার করে পুলিশ। প্রচণ্ড চটে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে শুরু করে কনেপক্ষ। অবরোধ করা হয় রয়া-সদাবাদ রোড। ইটের আঘাতে জখম হন ২ সাব ইনস্পেক্টর ও ১ কনস্টেবল। পুলিশ লাঠি চালিয়ে অবরোধ হঠিয়ে দিলেও বর- কনে দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে এফআইআর করে।
এত কিছুর পর স্বাভাবিকভাবেই বিয়েটা আর ঘটে ওঠেনি। কনেকে বাদ দিয়েই বাড়ির পথ ধরে বিধ্বস্ত বরপক্ষ।
আইসক্রিম কম কেন? ঝামেলায় বিয়েই বন্ধ মথুরায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2016 03:28 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -