আমাকে না জানিয়ে অন্য দলের সভায় গেলে অভিশাপ লাগবে, জন্ডিস হবে! জনসভায় হুঁশিয়ারি উত্তরপ্রদেশের মন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
20 May 2018 07:16 PM (IST)
নয়াদিল্লি: বালিয়ায় জনসভায় নিজের ভাষণে আজব হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী ও পি রাজভড়। অভিযোগ, যোগী আদিত্যনাথের এই মন্ত্রী প্রকাশ্যে বলেছেন, তাঁকে না জানিয়ে যারা অন্য রাজনৈতিক দলের মিছিল, মিটিংয়ে যাবে, তাদের গায়ে অভিশাপ লাগবে, তাঁকে অমান্য করলে তাদের জন্ডিস হবে! তবে একইসঙ্গে তিনিই অভিশাপের গ্রাস থেকে তাদের বাঁচাতে পারেন বলেও দাবি করেছেন। বলেছেন, তাঁর হাত থেকে ওষুধ নিলেই অভিশাপ কেটে যাবে, জন্ডিস সেরে যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র কয়েকদিন আগেই দলীয় নেতা, কর্মীদের আলটপকা মন্তব্য করে অহেতুক বিতর্ক ডেকে আনতে নিষেধ করেছেন। কিন্তু তাঁর পরামর্শ, নির্দেশের কতটা ফল পাওয়া যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে রাজভড়দের মতো মন্ত্রীদের কথাবার্তা।
তিনি বলেছেন, আমার লোকজন সভার কথা না জানানো পর্যন্ত কেউ যদি অন্য কোনও দলের মিটিংয়ে যায়, তবে তার গায়ে ও পি রাজভড়ের অভিশাপ লাগবে। জন্ডিস হবে। ঠিক হবে রাজভড়ের থেকে ওষুধ নিলেই। অবশ্য রাজভড়ের এমন মন্তব্য এই প্রথম নয়। কিছুদিন আগেই তিনি বলেছিলেন, যাদব, রাজপুতরাই সবচেয়ে বেশি মদ খায় কারণ ওটা ওদের পৈত্রিক ব্যবসা। ওবিসি নেতা রাজভড় জহুরাবাদের বিধায়ক। তিনি আদিত্যনাথ মন্ত্রিসভার পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নমন্ত্রী।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -