বাচ্চা ধর্ষিতা হলে সেটা ধর্ষণ, কিন্তু বিবাহিত মহিলার ধর্ষণ অন্যরকম! বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের মন্ত্রীর
Web Desk, ABP Ananda | 10 Jun 2019 03:14 PM (IST)
সম্প্রতি বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা আলোড়ন ফেলেছে উত্তরপ্রদেশে। টাকাপয়সার গন্ডগোলের জেরে আলিগড়ে আড়াই বছরের মেয়ের হত্যা ঘিরে সারা দেশে হইচই হচ্ছে। শুক্রবার সন্ধ্যায়ও কুশীনগরে ৬ জন মিলে একটি ১২ বছরের দলিত মেয়েকে ধর্ষণ করেছে বলে অভিযোগ।
লখনউ: ধর্ষণ ইস্যুতে দেশের নানা রাজ্যে, বিশেষত উত্তরপ্রদেশে শোরগোলের মধ্যেই বিতর্কিত মন্তব্য রাজ্যের এক মন্ত্রীর। যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার জল সরবরাহ, ভূমি উন্নয়ন ও জলসম্পদ মন্ত্রী উপেন্দ্র তেওয়ারি কী ধরনের ধর্ষণ হয়েছে, সেই প্রসঙ্গ তুলেছেন, যা নিয়ে আপত্তি উঠেছে। গোন্ডায় সাংবাদিকদের সামনে কিছু কিছু ঘটনাকে আদৌ ধর্ষণ বলা যায় কিনা, সেই প্রশ্ন তুলে তাঁর বক্তব্য, ধর্ষণের একটা ধরন, চরিত্র আছে। কোনও বাচ্চা ধর্ষিতা হলে সেটা ধর্ষণ বলা যায়। কিন্তু একজন মাঝবয়সী মহিলার ধর্ষণের ব্যাপারটা অন্যরকম। আজকাল প্রায়ই ৩০-৩৫ বছরের বিবাহিত মহিলার ধর্ষণের কথা শোনা যায়। সাত-আট বছর ধরে সম্পর্ক চালিয়ে তারপর একদিন ধর্ষণের অভিযোগ তোলা হচ্ছে। যখন ঘটনা ঘটে, তখনই তো বলা উচিত। সোস্যাল মিডিয়ায় তেওয়ারির এই বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা আলোড়ন ফেলেছে উত্তরপ্রদেশে। টাকাপয়সার গন্ডগোলের জেরে আলিগড়ে আড়াই বছরের মেয়ের হত্যা ঘিরে সারা দেশে হইচই হচ্ছে। শুক্রবার সন্ধ্যায়ও কুশীনগরে ৬ জন মিলে একটি ১২ বছরের দলিত মেয়েকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। তার মধ্যেই অবশ্য তেওয়ারির দাবি, যখনই কোনও ধর্ষণ হয়, মুখ্যমন্ত্রী সেই ঘটনাকে নিজে গুরুত্ব দিয়ে বিচার করেন, অপরাধীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়।