শারীরিক প্রতিবন্ধী কর্মীকে অপমানজনক মন্তব্য উত্তরপ্রদেশের মন্ত্রীর
ABP Ananda, web desk | 20 Apr 2017 09:48 AM (IST)
লখনউ: কাজ দেখাতে গিয়ে মানবিকতা ভুললেন উত্তরপ্রদেশের যোগী সরকারের মন্ত্রী। এক শারীরিক প্রতিবন্ধী কর্মচারী সম্পর্কে অপশব্দ ব্যবহার করলেন উত্তরপ্রদেশের বস্ত্রমন্ত্রী সত্যদেব পচৌরি। লখনউয়ের দিলবার্গ এলাকায় তাঁর মন্ত্রকের একটি দফতরে পর্যবেক্ষণে আসেন মন্ত্রী। দফতরের কর্মচারীদের দেরী করে অফিসে আসার জন্য মন্ত্রী যখন ধমকাচ্ছেন, ঠিক তখনই তাঁর চোখে পড়ে শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তির প্রতি। ওই ব্যক্তি দফতরের কর্মী হিসেবে কাজ করেন শুনে মন্ত্রী তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। জানতে চান, তাঁর চাকরি চুক্তিভিত্তিক কিনা। জবাবে ওই ব্যক্তি জানান, তিনি সাফাইয়ের কাজ করেন। এই জবাব শোনা মাত্রই মানবতার সমস্ত সীমা লঙ্ঘন যে মন্তব্য করলেন সত্যদেব পচৌরি তা মর্যাদাহানিকারক। ওই ব্যক্তির নিয়োগকারী আধিকারিককে প্রশ্ন করলেন, ‘লুলে ল্যাঙড়ো কো কাম পে রাখা হ্যায়’। এখানেই থেকে থাকেননি মন্ত্রী। তিনি জানতে চান, ও কাজ করবে কীভাবে।