লখনউ: গাজিপুরের জেলা শাসকের বদলির দাবিতে আগামীকাল ধর্নায় বসবেন যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সদস্য ওমপ্রকাশ রাজভর। তাঁর অভিযোগ, জেলা শাসক মানুষের কথা শুনছেন না।
রাজভর উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে বিজেপি সহযোগী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি বা এসবিজেপি-র জাতীয় সভাপতি। ভোটে ৪টি আসন পেয়েছে তাঁর দল। যোগী মন্ত্রিসভায় তাঁর দায়িত্বে পিছিয়ে পড়া শ্রেণি ও প্রতিবন্ধী বিকাশ দফতর। রাজভরের অভিযোগ, গাজিপুরের জেলা শাসক সঞ্জয় কুমার মানুষের সমস্যায় কান দিচ্ছেন না। এ নিয়ে নাকি তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে। কিন্তু তাতে কিছু কাজ হয়নি।
গাজিপুরের জহুরাবাদ কেন্দ্রের বিধায়ক রাজভর জানিয়েছেন, জেলা শাসকের অপসারণ চেয়ে আগামীকাল তিনি স্থানীয় সুরযু পান্ডে পার্কে ধর্নায় বসবেন। তাঁর অভিযোগ, এখনও পর্যন্ত সঞ্জয় কুমারের কাছে তিনি ১৯টি ইস্যু তুলেছেন, একটিতেও কাজ হয়নি।
তাঁর কথায়, যেহেতু তাঁরা মানুষের ভোটে নির্বাচিত, তাই জবাব দেওয়ার দায়বদ্ধতা আছে। জেলা শাসক তাঁর কথায় হেলদোল না করায় এলাকার বাসিন্দারা অসন্তুষ্ট। যেভাবে মন্ত্রীর অনুরোধেও কাজ হচ্ছে না তাতে ক্ষুব্ধ তাঁরা।
জেলা শাসকের বদলি চেয়ে ধর্নায় বসবেন, বিদ্রোহী যোগীর মন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jul 2017 12:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -