ঘটনায় বেপরোয়া ভাবে গাড়ি চালানো এবং গাফিলতির অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, এলাকায় গিয়ে শিবা গোস্বামীর দেহ তুলে আনতে গেলে পুলিশকে বাধা দেয় গ্রামবাসীরা। উত্তেজিত জনতা দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। সূত্রের খবর, আজ ঘটনাস্থলে ও নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যেতে পারেন মন্ত্রী ওম প্রকাশ রাজভর।
এই দুর্ঘটনা সম্পর্কে মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যে সময় তাঁর কনভয়ে দুর্ঘটনাটি ঘটে, তিনি তখন কিছুই বুঝতে পারেননি। যখন তিনি জানতে পারেন দুর্ঘটনার কথা, তখন তিনি ২৫ কিমি দূরে ছিলেন, তাই আর ঘটনাস্থলে ফিরে যাননি। মন্ত্রীর দাবি, পুলিশও তাঁকে ঘটনাস্থলে যেতে বারণ করে, কারণ সেসময় উত্তেজিত জনতা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল। মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে যোগী আদিত্যনাথ সরকার। রাজ্যের পুলিশ প্রধানের থেকে ঘটনা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, গতকালই আদিত্যনাথ সরকারের আর এক মন্ত্রী জয় কুমার সিংহ এক চাষীর চাষের জমির ওপর দিয়ে কনভয় চালিয়ে দিয়ে তাঁর ফসলের ক্ষতি করে দেন। ঘটনায় চার হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে ওই চাষীকে দেওয়া হয়েছে।