লখনউ: বর্ষায় কাদাজলে পা ভেজাতে নারাজ বিধায়ক সাধারণের কাঁধে চড়ে বসবেন এটাই চেনা ছবি। সেই ছবিটাই কেমন অদ্ভুতভাবে বদলে যায়, সেই বিধায়ক যখন নিজের কাঁধে তুলে নেন সাধারণকে।

উত্তরপ্রদেশের ফারুখাবাদে এমনই কাজ করেছেন বিজেপি বিধায়ক মেজর সুনীল দত্ত দ্বিবেদী। ফারুখাবাদের সাদার বিধানসভার এই বিধায়ক বাড়ি ফেরার পথে দেখেন, ফতেহগড় যাওয়ার পথে দুটি মোটরবাইক ও একটি সাইকেলের সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন। রাস্তার মাঝে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন তাঁরা।

সঙ্গে সঙ্গে নিজের গাড়ি থামিয়ে তিনি ৩ আহতকে তুলে নেন। নিয়ে যান স্থানীয় লোহিয়া হাসপাতালে। প্রয়োজনীয় সংখ্যক স্ট্রেচার না থাকায় নিজেই একজনকে কাঁধে তুলে নিয়ে পৌঁছে দেন এমার্জেন্সি ওয়ার্ডে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।