দত্তক পুত্রের দরকার নেই উত্তরপ্রদেশের! রায়বেরিলির জনসভায় মোদীকে কটাক্ষ প্রিয়ঙ্কার
Web Desk, ABP Ananda | 17 Feb 2017 07:33 PM (IST)
রায়বেরিলি: চলতি উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রচারে নেমে প্রথম নির্বাচনী ভাষণেই নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ প্রিয়ঙ্কা গাঁধীর। প্রধানমন্ত্রীর 'দত্তক পুত্র' মন্তব্যকে কটাক্ষ করে তাঁর প্রশ্ন, উত্তরপ্রদেশের নিজেরই যেখানে সন্তান আছে, তখন রাজ্যের বাইরের কোনও নেতার প্রয়োজনটা কীসের। কবে তিনি কংগ্রেস, সমাজবাদী পার্টি জোটের হয়ে প্রচারে নামবেন, সেই জল্পনার অবসান ঘটিয়ে এদিন কংগ্রেস তথা গাঁধী পরিবারের দূর্গ বলে পরিচিত রায়বেরিলিতে রাহুল গাঁধীর পাশাপাশি মোদীকে আক্রমণের নিশানা করেন প্রিয়ঙ্কাও। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেও বলেছেন, আমায় দত্তক নিয়েছে বারাণসী।আমি তার ছেলে। তার উন্নয়ন ঘটাব। কিন্তু আমার মনে হয়, বাইরের কাউকে উত্তরপ্রদেশের দত্তক নেওয়ার প্রয়োজন আছে কি? মা সনিয়া গাঁধীর নির্বাচনী কেন্দ্রের জনসভায় তুমুল স্লোগানের মধ্যে প্রিয়ঙ্কা মোদীকে 'বহিরাগত' বলে তুলে ধরার চেষ্টায় আরও বলেন, মোদীজী, রাজ্যের কি বাইরে থেকে কাউকে দত্তক নেওয়ার দরকার আছে? এখানে কোনও যুবক নেই? রাহুলজি, অখিলেশজির মতো এমন দুজন যুবনেতা আছেন যাঁদের হৃদয়-মন জুড়ে আছে উত্তরপ্রদেশ। কোনও বাইরের নেতার দরকার নেই। এ রাজ্যের প্রতিটি যুবক নেতা হতে পারেন। প্রত্যেক যুবক রাজ্যের জন্য কাজ করে উন্নয়নের জোয়ার আনবেন। রাহুলজি, অখিলেশজির স্বপ্ন এটাই। কংগ্রেস-সপা জোটের জয় সুনিশ্চিত করার আহ্বান জানান সনিয়া-কন্যা। বিধানসভার ৪০৩টি আসনের ৩০০টিতে জোটের জয় হবে বলে দাবি করেন। মোদীকে আক্রমণ করে প্রিয়ঙ্কা বলেন, অনেক ফাঁপা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কয়েকটা বছর তো হয়ে গেল। বারাণসীর মানুষকেই জিজ্ঞাসা করুন। সেইসঙ্গে বলেন, তিন বছর ধরে প্রধানমন্ত্রী মোদী। কী কাজ হয়েছে? মোদীর জনসভায় মহিলাদের 'মা', 'বোন' সম্বোধনকেও কটাক্ষ করে প্রিয়ঙ্কা বলেন, আত্মীয়তার উল্লেখ করে যোগাযোগ তৈরির দরকার হয় না। কিছু বলার থাকলে আপনাদের চোখের দিকে তাকিয়ে কথা বলুন উনি। গত ৬ মাসে আমাদের মা-বোনেদের ওপর কারা অত্যাচার করেছে, সেটা বলুন উনি।