পাত্রী হিন্দু, পাত্র মুসলিম, গাজিয়াবাদে বিয়েতে বাধা, বিজেপি, দক্ষিণপন্থী গোষ্ঠীর কর্মীদের বিরুদ্ধে এফআইআর
Web Desk, ABP Ananda
Updated at:
23 Dec 2017 08:31 PM (IST)
ফাইল ছবি
গাজিয়াবাদ: পাত্রী হিন্দু। পাত্র মুসলিম। কিন্তু কেন হিন্দু মেয়ের বিয়ে হবে মুসলিম ছেলের সঙ্গে, এই প্রশ্ন তুলে গাজিয়াবাদে বিক্ষোভ বিজেপি ও কয়েকটি দক্ষিণপন্থী সংগঠনের। বিক্ষোভকারীদের দাবি, এটা লাভ জেহাদের ঘটনা। গাজিয়াবাদের রাজনগর এলাকায় এই ভিন ধর্মের বিয়েতে বাধা দেওয়ায় শতাধিক বিজেপি ও দক্ষিণপন্থী গোষ্ঠীর লোকজনকে অভিযুক্ত করেছে পুলিশ।
পাত্রীর বাবার দাবি, স্থানীয় বিজেপি শাখা প্রধান অজয় শর্মার নেতৃত্বে ওই দলের লোকজন তাঁর বাড়ির বাইরে বিক্ষোভ দেখায়, শোরগোল করে। তাদের সঙ্গে ছিল ডানপন্থী কয়েকটি গোষ্ঠীর সদস্যরাও। পুলিশ জানিয়েছে, মৃদু লাঠি চালিয়ে তারা বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। বিজেপি নেতার অভিযোগ, এটা লাভ জেহাদ। যদিও পুলিশ জানিয়েছে, পাত্রপাত্রী দুজনের আগে থেকেই বন্ধুত্ব ছিল, দুজনেই একটি বহুজাতিক সংস্থায় চাকরি করেন।
সংশ্লিষ্ট আইনের নানা ধারায় ১১৩ জনের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরে আদালতে দুজনে বিয়ে করেন।
এ ঘটনা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানান নীচের কমেন্টস বক্সে
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -