লখনউ: নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির হাল শোধরানোর উদ্যোগ উত্তরপ্রদেশ পুলিশের। গত ২ দিনে পুলিশ ইভ-টিজিং ও মহিলাদের পিছু ধাওয়া করার অভিযোগে ৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি দলজিত্ চৌধুরী এ কথা জানিয়ে বলেছেন, ইভ-টিজিং রুখতে একটি বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে। পুলিশের লক্ষ্য ইভ-টিজারদের সতর্ক করা ও তাদের কাউন্সেলিং করা।
ডিজি আরও বলেছেন, মহিলাদের হেল্পলাইন ১০৯০ চব্বিশ ঘন্টাই সক্রিয়। ওই নম্বরে ফোন করে যে কোনও মহিলাই অভিযোগ জানাতে পারবেন।
অ্যান্টি ইভ-টিজিং স্কোয়াডে বেশ কয়েকজন মহিলা পুলিশ অফিসারও রয়েছেন বলে জানিয়েছেন ডিজি।
উত্তরপ্রদেশে দুদিনে গ্রেফতার ৮০০ ইভ- টিজার
ABP Ananda, web desk
Updated at:
23 Mar 2017 10:35 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -