মোরাদাবাদ: উত্তরপ্রদেশে কসাইখানা বন্ধের নির্দেশিকা জারির পর এবার এক ব্যক্তিকে তাঁর মেয়ের বিয়ের মেনু পরিবর্তনে বাধ্য করল মোরাদাবাদ পুলিশ।
মোরাদাবাদের বাসিন্দা সারফরাজ হুসেনকে বাধ্য করল সেখানকার স্থানীয় থানা তাঁর মেয়ের বিয়ের মেনু পরিবর্তনে। প্রসঙ্গত, সারফরাজ মহিষ জবাইয়ের জন্যে স্থানীয় থানায় অনুমতি চেয়ে একটি আবেদন করেছিলেন। এমনকি আবেদন পত্রে একথাও লেখা ছিল বিয়ের অনুষ্ঠান রয়েছে ২৬ মার্চ, সেখানকার স্থানীয় পীরজাদা হলে। যেহেতু, গত ২৩ মার্চ থেকে উত্তরপ্রদেশে কসাইখানা বন্ধের ওপর নির্দেশিকা জারি করা হয়েছে, তাই তিনি এই জবাইয়ের জন্যে বিশেষ অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। তখনই থানা থেকে তাঁকে পরামর্শ দেওয়া হয়, বিয়ের অনুষ্ঠানে মহিষের মাংসের বদলে চিকেন করতে।
এদিকে উত্তরপ্রদেশের সমস্ত মাংস বিক্রেতারা অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘট ডেকেছে। তাঁদের দাবি, সরকারের এই নির্দেশিকায় সমস্যায় পড়েছেন রাজ্যের প্রায় হাজারখানেক মানুষ। কাজ হারাবার আশঙ্কার সঙ্গে দাম বাড়ছে মাছ, ডিমের। এর প্রভাব অর্থনীতি ওপরও পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
কসাইখানা বন্ধের পর এবার জোর করে পরিবর্তন করা হল বিয়ের মেনু, তালিকায় গোমাংসের পরিবর্তে রাখতে হবে চিকেন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Mar 2017 12:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -