আজ উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল ওম প্রকাশ সিংহ বুধবার বলেন, নমাজ বা আরতির মতো আচার-অনুষ্ঠান যাতে রাস্তায় নেমে এসে যানবাহন চলাচলে বাধা না পড়ে, সেটা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যব্যাপী এটা কার্যকর হবে। এই নির্দেশ যাতে সৌহার্দ্যের মানসিকতার সঙ্গে পালিত হয়, সেজন্য শান্তি কমিটি গড়তে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ডিজিপি।
আলিগড়, মেরঠে একই ধরনের নির্দেশ বহাল থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, তা এবার রাজ্যের সব শহর, নগরে সম্প্রসারিত হবে। এতে ভাল প্রভাব পড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কেন রাস্তায় শুক্রবারের নমাজ প্রার্থনা হবে, সেই প্রশ্ন তুলে হিন্দু সংগঠনগুলি ঘোষণা করেছিল, তারাও এবার রাস্তায় হনুমান চালিসা পাঠের আয়োজন করবে। এই প্রেক্ষাপটে আলিগড় জেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়ে জানিয়ে দিয়েছিল, শান্তি-শৃঙ্খলা সুনিশ্চিত করতে এ জাতীয় সব অনুষ্ঠান নিষিদ্ধ হয়েছে।