উত্তরপ্রদেশে পুলিশের হাতে নাবালিকার যৌন নিগ্রহ, শুনে হৃদরোগে মৃত বাবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Aug 2017 11:06 AM (IST)
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের বালিয়ায় নাবালক মেয়ের যৌন নিগ্রহের কথা জানতে পেরে শকে মারা গেলেন তার বাবা। ১৫ বছরের মেয়েটি প্রাকৃতিক কাজ সারতে বাইরে গিয়েছিল। সে সময় ৩৮ বছর বয়সি জনৈক পুলিশ কনস্টেবল তার ওপর যৌন হেনস্থা চালায় বলে অভিযোগ। মেয়েটির চিৎকারে গ্রামের লোক ছুটে এলে পালায় ধরম সিংহ নামে ওই অভিযুক্ত। মেয়ের ওপর অত্যাচারের খবর বাবার কাছে এসে পৌঁছলে তাঁর হৃদরোগে মৃত্যু হয়। ধরম সিংহকে পরে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শ্রীকান্ত শর্মা জানিয়েছেন, গোটা ঘটনায় তিনি স্তম্ভিত। অপরাধ প্রমাণ হলে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।