লখনউ: এবার রোমিও উর্দিতে। উত্তরপ্রদেশের বদায়ুনের এক পুলিশ অফিসার বারবার আপত্তিকর মেসেজ পাঠিয়েছেন স্থানীয় এক কিশোরীকে। হয়রান মেয়েটি শেষমেষ যোগী আদিত্যনাথের দ্বারস্থ হয়েছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সাসপেন্ড করা হয়েছে ওই পুলিশ অফিসারকে। ওই থানাতেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে শুরু হয়েছে তদন্ত।

অভিযোগ, প্রতিবেশীদের সঙ্গে ঝামেলার ঘটনায় মেয়েটির বাবাকে গ্রেফতার করে পুলিশ। সে ফোন করে ওএসপি উপাধ্যায় নামে ওই অফিসারকে। তারপর থেকে নিয়মিত মেয়েটিকে হোয়াটসঅ্যাপে আপত্তিকর মেসেজ পাঠাতে থাকেন তিনি। এমনকী বাড়িতে গুন্ডা পাঠিয়ে চমক ধমকও চলত।

অভিযোগকারিণী হোয়াটসঅ্যাপ চ্যাটের কপি পুলিশকে দিয়েছে। তাতে দেখা যাচ্ছে, মেয়েটিকে দেখা করার জন্য চাপ দিচ্ছেন ওই অফিসার। আই মিস ইউ, আই লাভ ইউয়ের মত মেসেজও করেছেন। মেয়েটি তাঁকে বলে, তিনি তাঁর বাবার বয়সি, এই আচরণের জন্য তাঁর লজ্জা পাওয়া উচিত। কিন্তু তাতেও নিজেকে সংযত করেননি তিনি।

মেয়েটির অভিযোগ, এ ব্যাপারে পুলিশে অভিযোগ করলে তার বাবাকে মিথ্যে অভিযোগে থানায় নিয়ে গিয়ে অত্যাচার করে পুলিশ। এসএসপি থেকে জেলা শাসক- সকলের কাছে অভিযোগ করে সে কিন্তু কেউ তার কথায় কান দেয়নি। ফলে আইজি-র দ্বারস্থ হয় সে। অভিযোগ করে মুখ্যমন্ত্রী আদিত্যনাথের কাছে।

অভিযুক্ত অফিসার অবশ্য এ ব্যাপারে উচ্চবাচ্য করেননি।