আইএএস অফিসারের মৃত্যুতে খুনের মামলা দায়ের করল উত্তরপ্রদেশ পুলিশ
Web Desk, ABP Ananda | 22 May 2017 05:13 PM (IST)
লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে কর্নাটক ক্যাডারের আইএএস অফিসার অনুরাগ তেওয়ারির মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁর পরিবারের লোকজন। তারপরই উত্তরপ্রদেশ পুলিশ এ ঘটনায় এফআইআর দায়ের করল আজ। অনুরাগের ভাই মায়াঙ্কের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। মায়াঙ্ক সাংবাদিকদের বলেছেন, পুলিশি তদন্তে আমরা খুশি নই। মুখ্যমন্ত্রীকে সিবিআই তদন্তের নির্দেশ দিতে আবেদন করেছি। কঠোর নিরাপত্তাবেষ্টিত হজরতগঞ্জের অতিথিশালায় থাকতেন ৩৬ বছরের অনুরাগ। গেস্ট হাউসের কাছেই গত ১৭ মে অনুরাগের জন্মদিনে তাঁর দেহ উদ্ধার হয়। এই রহস্যজনক মৃত্যুর পিছনে চক্রান্তের ইঙ্গিত দিয়েছেন অনুরাগের পরিবারের সদস্যরা। বেঙ্গালুরুতে খাদ্য, অসামরিক বন্টন ও ক্রেতা সংক্রান্ত দপ্তরের কমিশনার পদে ছিলেন তিনি। অনুরাগের বাবা বি এন তেওয়ারি সাংবাদিকদের বলেছেন, খুবই সত্ ছিল আমার ছেলে। ওকে পছন্দ করত না দুর্নীতিগ্রস্ত অফিসাররা। ওরাই ওকে খুন করিয়েছে।