ফতেপুর: উত্তরপ্রদেশে তৃতীয় দফার ভোটগ্রহণের দিনেই সমাজবাদী পার্টি ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, এই নির্বাচনে হার বুঝে গিয়েছেন অখিলেশ যাদব। সেই কারণেই আজ ভোট দেওয়ার পর তাঁর মুখে হাসি নেই। নাম না করে রাহুল গাঁধীর উদ্দেশে তাঁর কটাক্ষ, ’২৭ সাল, ইউপি বেহাল’ স্লোগান দিয়েও সপা-র সঙ্গে জোট করেছে কংগ্রেস। যাঁরা রুপোর চামচ মুখে নিয়ে জন্মেছেন, তাঁরাও বুঝে গিয়েছেন, ভোটের হাওয়া তাঁদের অনুকূলে নেই।
সুপ্রিম কোর্ট পুলিশকে উত্তরপ্রদেশের মন্ত্রী গায়ত্রী প্রজাপতির বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের অভিযোগে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে। এ প্রসঙ্গেও সপা-কে আক্রমণ করেছেন মোদী। তাঁর প্রতিশ্রুতি, সব গ্রামের মানুষকে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হবে। কংগ্রেস রান্নার গ্যাস নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে। তাঁরা ক্ষমতায় এসে গরিব মানুষকে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন। যুবকরা যাতে ঘুষ দেওয়ার বদলে মেধার ভিত্তিতে চাকরি পান, সেই ব্যবস্থা করা হবে। সপা উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলার উন্নতি নিয়ে ভাবে না। তাই উত্তরপ্রদেশে এমন একটা সরকারকে নির্বাচিত করা উচিত, যারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
হার নিশ্চিত বুঝেই অখিলেশের মুখে হাসি নেই, দাবি মোদীর
Web Desk, ABP Ananda
Updated at:
19 Feb 2017 04:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -