লখনউ: ফের বিস্ফোরক উত্তরপ্রদেশের বিতর্কিত মন্ত্রী মহম্মদ আজম খান। গতকালের একাধিক এগজিট পোলে বিজেপি-কেই এগিয়ে রাখা হয়েছে। তবে সেসব উড়িয়ে আজমের দাবি, এবারের বিধানসভা নির্বাচনে ৩৮০টি আসনে জয় পাবে সমাজবাদী পার্টি। বহুজন সমাজ পার্টি পাবে ৮০টি আসন এবং বিজেপি ২৫টি আসন। বসপা-র সঙ্গে নির্বাচন-পরবর্তী জোটের সম্ভাবনাও খারিজ করে দিয়েছেন আজম। তাঁর দাবি, সপা একাই ৩৮০ আসন পাবে। ফলে জোটের প্রশ্নই উঠছে না।
উত্তরপ্রদেশে মোট বিধানসভা আসন ৪০৩। আজমের হিসেব অনুযায়ী অবশ্য মোট আসন হওয়া উচিত অন্তত ৪৮৫। এই বিতর্কিত মন্ত্রী অবশ্য নিজের ভুল স্বীকার করতে নারাজ। তাঁর দাবি, সাংবাদিকরা যখন বিজেপি-র কথায় বিশ্বাস করেন, তখন তাঁর কথাও বিশ্বাস করতে হবে।
উত্তরপ্রদেশে ৩৮০ আসনে জিতবে সপা, দাবি আজম খানের
Web Desk, ABP Ananda
Updated at:
10 Mar 2017 06:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -