লখনউ: উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম তিন দফার জন্যে ১৯১জনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাৎপর্যপূর্ণ ভাবে ১৯১ জনের সেই তালিকায় জায়গা করে নিয়েছেন মুলায়ম ঘনিষ্ঠ শিবপাল যাদব এবং সপা নেতা আজম খান।
আগে এক সূত্রের তরফে দাবি করা হয়েছিল, মুলায়ম অখিলেশের সঙ্গে দেখা করে তাঁর ভাই শিবপাল যাদবের জন্যে নির্বাচনে টিকিট দাবি করেছিলেন। কিন্তু তখন যাদব পরিবারের দ্বন্দ্ব ছিল তুঙ্গে। পরে নির্বাচন কমিশন অখিলেশকেই সপা-র প্রতীক চিহ্ন সাইকেল এবং নিজের দল ব্যবহারে সম্মতি দেয়। এরপর হয়তো পরিস্থিতি পরিবর্তন হওয়ায় সিদ্ধান্ত বদলে শিবপাল ও আজমকে টিকিট দিতে রাজি হন অখিলেশ।
প্রসঙ্গত, মুলায়ম অখিলেশকে ৩৮ জনের একটি প্রার্থী তালিকা দিয়েছিলেন। সেখানে যদিও প্রথমে নাম ছিল না শিবপালের। পরে সিদ্ধান্ত বদলে ওই তালিকায় মুলায়ম শিবপালের নাম ঢোকান। শুরু থেকেই ওই ৩৮ জনের তালিকায় নাম ছিল শিবপাল পুত্র আদিত্য যাদব সহ আরও বেশ কিছু মন্ত্রীর। এই সমস্ত ব্যক্তিরা মুলায়ম ঘনিষ্ঠ বলেই পরিচিত এবং অখিলেশের অপছন্দের তালিকায় ছিলেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে আশ্চর্যজনক ভাবে মুলায়ম ঘনিষ্ঠ দুই নেতাকে টিকিট দিলেন অখিলেশ।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
উত্তরপ্রদেশ নির্বাচন:অখিলেশ টিকিট দিলেন মুলায়ম ঘনিষ্ঠ শিবপাল, আজম খানকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jan 2017 01:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -