খনউ: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রচার তুঙ্গে উঠেছে। আগামীকাল রাজ্য প্রথম পর্যায়ের ভোটগ্রহণ করা হবে। এই পর্যায়ে মোট ৮৩৬ জন প্রার্থীর মধ্যে ১৬৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। শতকরা হার ২০ শতাংশ। থিঙ্ক ট্যাঙ্ক অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-এর রিপোর্ট অনুযায়ী, ১৪৩ জন প্রার্থীর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অপহরণ, মহিলা নিগ্রহের মতো গুরুতর অভিযোগ রয়েছে।
তাত্পর্য্যপূর্ণ বিষয় হল, অপরাধ মামলায় অভিযুক্তদের প্রার্থী করার ব্যাপারে তালিকায় বিজেপি শীর্ষস্থানে রয়েছে। প্রথম পর্বে বিজেপির ৭৩ জন প্রার্থীর মধ্যে ২৯ জন অর্থাত্ ৪০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
এডিআর-এর রিপোর্ট অনুযায়ী, পিছিয়ে নেই কংগ্রেসও। তাদের ২৫ প্রার্থীর মধ্যে ৬ জনের বিরুদ্ধেই রয়েছে অপরাধের মামলা।
বিএসপি-র ৭৩ প্রার্থীর মধ্যে অভিযুক্ত প্রার্থীর সংখ্যা ২৮। আরএলডি-র ৫৭ প্রার্থীর মধ্যে এ ধরনের প্রার্থীর সংখ্যা ১৫।
রাজ্যে ক্ষমতাসীন সমাজবাদী পার্টির ৫১ প্রার্থীর মধ্যে ১৫ জনের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে।
এডিআর-এর রিপোর্টে আরও কয়েকটি তথ্য উঠে এসেছে। প্রথম পর্বের ৮৩৬ প্রার্থীর মধ্যে ৩০২ জন কোটিপতি। বিএসপি-র ৭৩ প্রার্থীর মধ্যে ৬৬ জনই কোটিপতি। বিজেপির ৭৩ প্রার্থীর মধ্যে ৬১ জন, সপা-র ৫১ প্রার্থীর মধ্যে ৪০ জন এবং কংগ্রেসের ২৫ প্রার্থীর মধ্যে ১৮ জনই এক কোটি টাকার বেশি সম্পদ থাকার ঘোষণা করেছেন। আসরে রয়েছেন ৪৩ জন নির্দল প্রার্থীও।
রিপোর্ট অনুযায়ী, ১৮৬ জন প্রার্থী তাঁদের প্যান-এর বিস্তারিত ঘোষণা করেননি।
এছাড়া জানা গিয়েছে, প্রার্থীদের মধ্যে ৪০২ জনের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে। ৬৪ জন প্রার্থী স্বাক্ষর এবং ১৫ জন নিরক্ষর।
উত্তরপ্রদেশে প্রথম পর্বে লড়াইতে রয়েছেন ৭০ জন মহিলা প্রার্থী।
উত্তরপ্রদেশে প্রথম দফায় অপরাধ মামলায় অভিযুক্ত সবচেয়ে বেশি প্রার্থী বিজেপির
ABP Ananda, web desk
Updated at:
10 Feb 2017 02:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -